ক্যাম্পাস

সৎপথে ভেটদের জন্য মাসে লক্ষাধিক টাকা আয় কোনো ব্যাপার না

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেছেন, একজন ভেটের (পশুচিকিৎসক) কাছে সৎভাবে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করা কোনো ব্যাপার না।

Advertisement

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৫৮তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ২১তম ইন্টার্নশিপ সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ডিন আরও বলেন, ‘তোমরা সুনামের সঙ্গে দেশে-বিদেশে কাজ করবে। যেখানেই থাক, সবসময় এক নম্বর হবে। যে পরিশ্রম করবে, সে-ই সফল হবে।’

এসময় ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

Advertisement

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান, বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক ডা. মো. বয়জার রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার রুবাইয়াত নূরুল হাসান।

অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. আজিমুন নাহারসহ অনুষদের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় ইন্টার্নশিপ সম্পন্নকারী ৫৮তম ব্যাচের ১৯১ জন শিক্ষার্থীকে সনদপত্র বিতরণ করা হয়, যাদের মধ্যে ১৫ জন বিদেশি শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঠপর্যায়ে অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ইন্টার্নশিপ তাদের বাস্তব সমস্যার সমাধান ও রোগ নির্ণয়ের দক্ষতা বাড়াতে সহায়তা করবে। আধুনিক পশুচিকিৎসায় গবেষণা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রেখে কাজ করতে হবে।’

আসিফ ইকবাল/এসআর/এএসএম

Advertisement