একুশে বইমেলা

পাওয়া যাচ্ছে মামুন মুস্তাফার কাব্যগ্রন্থ ‘মায়ামন্ত্র’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি মামুন মুস্তাফার কাব্যগ্রন্থ ‘মায়ামন্ত্র’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান উত্তরা। পরিবেশক আগামী প্রকাশনী।

Advertisement

বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৬৪ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা।

বাংলাদেশের কবিতায় নব্বই দশকের স্বতন্ত্রধারার গুরুত্বপূর্ণ কবি মামুন মুস্তাফা। তার কবিতায় যাপিত জীবনের জটিল বিন্যাস, দার্শনিক অন্তর্মুখীনতা এবং ঐতিহ্যনিষ্ঠ স্মৃতিকাতরতা মুখ্য হয়ে উঠেছে।

আরও পড়ুনগোলাম মোস্তফার কাব্যগ্রন্থ ‘পাতা ঝরার দিনে’বিনয় দত্তর গল্পগ্রন্থ ‘দাসের বলি তাসের দেশে’

অন্যদিকে তার কবিতার মেজাজ ও বাকভঙ্গি প্রতীকী, বিশুদ্ধ সিম্বলিস্ট এবং গড়ে তোলেন পরাবাস্তবতার কুহক। কবিতার নিজস্ব পৃথিবী নির্মাণের দক্ষ কারিগর মামুন মুস্তাফার অন্য স্বাদের ঘোর লাগা জাদুবাস্তবতার কবিতা ‘মায়ামন্ত্র’।

Advertisement

বইটি পাওয়া যাবে আগামী প্রকাশনীর ৯ নম্বর প্যাভিলিয়নে এবং লিটল ম্যাগ চত্বরে লেখমালার ১১ নম্বর স্টলে।

এসইউ/জেআইএম