জাতীয়

৮৫ জনের চাকরি ফিরে পাওয়ার দিনে ৬৯ জনকে শোকজ ইসির

নির্বাচন কমিশনের (ইসি) ৮৫ জন কর্মকর্তার চাকরি ফিরে পাওয়ার দিনে ৬৯ জন কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করেছে নাসির উদ্দিন কমিশন।

Advertisement

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল শাখার উপসচিব খোরশেদ আলম এই ৬৯ জনকে আলাদা আলাদা শোকজ করেন। অফিসে বিলম্বে উপস্থিতির জন্য এসব কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।

শোকজে বলা হয়, বিলম্বে অফিসে উপস্থিতির কারণে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিত) বিধিমালা, ২০১৯ এর বিধি ৫ অনুসারে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা আজ বিকেল সাড়ে ৩টার মধ্যে দাখিল করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে জনবল শাখার উপসচিব খোরশেদ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। আপনি অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলুন।

Advertisement

আরও পড়ুন৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশপদত্যাগপত্রে যা লিখেছেন নাহিদ ইসলাম

কতজন কর্মকর্তা ও কতজন কর্মচারীকে শোকজ করা হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, আমি মিটিংয়ে আছি। রেকর্ড দেখে বলতে হবে। আপনি দুই ঘণ্টা পরে ফোন দিন।

এর আগে আজ মঙ্গলবার সকালে দেড় যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফিরিয়ে দিতে নির্দেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। চাকরিতে বহাল করে তাদের সব সুযোগ সুবিধা দিতে বলা হয়েছে। এছাড়া ৮৫ কর্মকর্তার মধ্যে মারা যাওয়া তিন কর্মকর্তার পরিবারকে আইন অনুযায়ী সব সুবিধা দিতে বলেছেন আপিল বিভাগ।

এমওএস/কেএসআর/জেআইএম

Advertisement