রাজনীতি

ফিল্মি স্টাইলে এন্ট্রি, কী করতে চাচ্ছেন সোহেল তাজ?

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে একটি ভিডিও পোস্ট করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সেখানে দেখা যায়, মোটরসাইকেল চালিয়ে গ্রামের বিভিন্ন বাড়ি গিয়ে দরজায় কড়া নাড়ছেন। ভিডিওটিতে বিস্তারিত আর কিছু না থাকায় প্রশ্ন উঠেছে কী করতে চাচ্ছেন সাবেক এই প্রতিমন্ত্রী।

Advertisement

গত বুধবার (৩ এপিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ২১ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেন তিনি। ভিডিওতে দেখা যায়, ফিল্মি স্টাইলে অ্যাকশন হিরোর মতো চোখে কালো চশমা পড়ে মোটরসাইকেল চালিয়ে ঘুরে ঘুরে গ্রামের বিভিন্ন বাড়ি যাচ্ছেন সোহেল তাজ। গ্রামের সাধারণ মাটির ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছেন।

দরজায় টোকা দেয়ার সময় স্ক্রিনে লেখা ভাসছে, ‘সোহেল তাজ আসছে আপনার দরজায়’, ‘আপনি রেডি তো?’

ভিডিও ছাড়াও ছোট ক্যাপশন লিখেছেন সোহেল তাজ। ক্যাপশনে তিনি লিখেন, ‘গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার দরজায় টোকা পড়তে পারে।’

Advertisement

২০০৯ সালের ৩১ মে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর আর তেমনভাবে রাজনীতিতে দেখা যায়নি সোহেল তাজকে। নিজ দল সরকারের দায়িত্বে থাকলেও অজানা কারণে তিনি দূরে রয়েছেন। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন ভিডিও নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ভিডিওটির নিচে প্রায় আড়াই হাজারের মতো কমেন্টস পড়েছে। কমেন্টসে সোহেল তাজের এ আগমনকে স্বাগত জানিয়েছেন ভক্ত ও ফলোয়াররা।

ভিডিওটিতে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহারের করেননি তিনি। তবে হেলমেট ব্যবহার না করার বিষয়ে তিনি ব্যাখা দিয়েছেন। সোহেল তাজ লিখেন, ‘যদিও গ্রামের সড়কে মোটরবাইক চলাচলে মাথায় হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতা নেই, তবুও আমি নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহারের অনুরোধ জানাই।’

ভিডিও প্রসঙ্গে সোহেল তাজ পোস্টে বিশেষ দ্রষ্টব্য দিয়ে আরও লিখেন, ‘সকল ফুটেজ পেশাদার ফিল্ম ক্রু দ্বারা ‘নিয়ন্ত্রিত পরিবেশে’ ধারণ করা হয়েছে।’

 

আরএস/এমকেএইচ

Advertisement