ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির গণবিজ্ঞপ্তি দিয়েও নির্ধারিত সময়ে কার্যক্রম শেষ হয়নি। এতে ক্ষুব্ধ হয়েছেন ভর্তিপ্রত্যাশীরা। এ নিয়ে বুধবার (২২ জানুয়ারি) বিকেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের ভিসি।
Advertisement
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদবিরের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পাঁয়তারা করছে। ফলে যথাসময়ে ভর্তি কার্যক্রম শেষ না করে সময় পেছায়।
এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৩১টি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি।
এতে বলা হয়, জিএসটি গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) বিএ/ বিএসসি (ইঞ্জি..)/ বিএসসি/ বিবিএ/এলএলবি/ বিএফএ শ্রেণির এ. বি এবং সি ইউনিটে শূন্য আসনে ভর্তির লক্ষ্যে ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রিপোর্ট গ্রহণ করে মেধাক্রম ও বিভাগের পছন্দক্রম অনুযায়ী দুপুর ২টা থেকে ৪টার মধ্যে স্ব স্ব বিভাগে উপস্থিত হয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
Advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ভর্তিপ্রত্যাশীরা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন। সকাল ১০টা থেকে থেকে দুপুর ১২টা পর্যন্ত রিপোর্ট গ্রহণ করার কথা থাকলেও কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের জানিয়ে দেন আজ আর ভর্তি কার্যক্রম হবে না। ফলে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। এসময় তারা নানান স্লোগান দেন।
ভর্তিপ্রত্যাশী শিক্ষার্থী আসিমুল জাগো নিউজকে বলেন, গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজই ভর্তি কার্যক্রম শেষ করা হবে। অথচ কোনো নিয়মই মানা হয়নি। দুপুর ২টা পর্যন্ত রিপোর্ট গ্রহণের কথা বলা হলেও বিকেল ৪টা পর্যন্ত গ্রহণ করা হয়। এরপর শিক্ষার্থীরা আজই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে স্লোগান দেন।
তিনি বলেন, আমি নেত্রকোনার দুর্গাপুর থেকে এসেছি। আমার মতো অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।
মেহেদী হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে আমাদের বলেন সোমবার ভর্তি কার্যক্রম শেষ করা হবে। আমরা মনে করছি, তদবিরের ভিত্তিতে তাদের পছন্দের শিক্ষার্থীদের ভর্তির পাঁয়তারা করা হচ্ছে।
Advertisement
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমানের মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমি অসুস্থ। ছুটি নিয়ে বাড়ি রয়েছি। আজকের ঘটনা আমার জানা নেই।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জাগো নিউজকে জানান, বিকেলে ভর্তি কমিটির একটি মিটিং হয়েছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম আগামী সোমবার সম্পন্ন করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ভর্তি কার্যক্রমে কোনো অনিয়মের সুযোগ নেই। যোগ্যরাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জিকেএস