বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য।
Advertisement
মহারাষ্ট্রে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে সোমবার (২০ জানুয়ারি) অবৈধভাবে বসবাসকারী ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি নাগরিককে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের যথাযথ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নিচ্ছে ভারতযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এই সংখ্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই-এর তথ্য মিলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আইসিই গত বছর নভেম্বরে প্রকাশিত এক তথ্যে জানিয়েছিল, ১৭ হাজার ৯৪০ জন ভারতীয়কে প্রত্যর্পণের জন্য চিহ্নিত করা হয়েছে।
ট্রাম্পের অভিষেকের পরেই ভিডিও কলে জিনপিং-পুতিনের আলোচনাডোনাল্ড ট্রাম্পের অভিষেকের কয়েক ঘণ্টা পরেই ভিডিও কলে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা চীন-রাশিয়া সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
Advertisement
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকেই চীনা পণ্য আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছেন। এর আগে তিনি মেক্সিকো এবং কানাডাকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদক আসার সুযোগ করে দেওয়ার জন্য অভিযুক্ত করেন। একই সঙ্গে দেশ দুটি থেকে আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
ট্রাম্পের হুমকিতে চীনের শেয়ারবাজারে পতনযুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চীন থেকে আমদানি করা পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছেন। তার এই ঘোষণার পর বুধবার (২২ জানুয়ারি) চীনা শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে।
ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্পফিলিস্তিনির পশ্চিম তীরে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাতিল করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন না যেতেই ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এই সিদ্ধান্ত এলো।
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে ২২টি রাজ্যের চ্যালেঞ্জমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে দেওয়া নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করেছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত ২২টি রাজ্য ও ২টি শহর। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন নাগরিক অধিকার গোষ্ঠীগুলোও এ বিষয়ে একাধিক মামলা দায়ের করেছে। তবে এসব আইনি চ্যালেঞ্জের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ।
Advertisement
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, যেকোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার হামলা ঠেকাতে ইউরোপের অন্তত দুই লাখ শান্তিরক্ষী প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখাও করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট।
পানামা খাল দখলের হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগপানামা খাল পুনর্দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘উদ্বেগজনক’ হুমকি নিয়ে জাতিসংঘে অভিযোগ করেছে পানামা সরকার। একই সঙ্গে তারা খালের সঙ্গে সংশ্লিষ্ট হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের কার্যক্রমের নিরীক্ষা শুরু করেছে।
গাজায় ১২০ মরদেহ উদ্ধার, পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ১০দুই দিন হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপ থেকে পচনশীল অবস্থায় ১২০ মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ হলেও পশ্চিম তীরের জেনিনে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এসএএইচ/জিকেএস