ক্যাম্পাস

জাকসু নির্বাচনের আগে সংস্কার চায় ছাত্রদল, উপাচার্যকে স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার চায় শাখা ছাত্রদল। এজন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

Advertisement

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে উপাচার্য মোহাম্মদ অধ্যাপক কামরুল আহসান বরাবর দেওয়া এক স্মাকলিপিতে এই দাবি জানান তারা।

জাকসুর আগে গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, গতবছরের ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচন বিষয়ে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি সাধারণ সভা আয়োজন করেছিল। সেখানে জাকসু নির্বাচনের আগে কিছু জরুরি সংস্কারের দাবি উঠে আসে। দাবির পরিপ্রেক্ষিতে কয়েকটি কমিটি গঠন করা হয়। কমিটি রিপোর্ট দেওয়ার পর প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তাই নির্বাচনের আগে কমিটিগুলোর সুপারিশ ও ছাত্র সংগঠনগুলোর দাবি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার অবশ্যই সম্পন্ন করতে হবে।

ছাত্রদল আরও জানায়, জাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কার করার জন্য ‘গঠনতন্ত্র সংস্কার কমিটি’ গঠন করতে হবে। নির্বাচনের আগে বিগত ১৭ বছর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছিলেন, শুধু সেসব ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনাক্রমে জাকসুর গঠনতন্ত্র পর্যালোচনা করে যুগোপযোগী করতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে আওয়ামীপন্থিদের প্রভাব দূর করার দাবি জানিয়ে এতে বলা হয়, বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ভেঙে দিয়ে সিন্ডিকেট পুনর্গঠন করতে হবে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মদতদাতা আওয়ামীপন্তি বহু শিক্ষক এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছেন। নির্বাচনকে ফ্যাসিবাদের প্রভাব থেকে মুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘আজ রাতের মধ্যেই সংস্কার কমিটি গঠন করা ও আগামী ১ ফেব্রুয়ারি জাকসুর তফসিল ঘোষণার তরিখ পেছানো আমাদের তাৎক্ষণিক দাবি ছিল। ভিসি স্যার আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনেক গণতান্ত্রিত আন্দোলনের সূচনা হয়েছে। তাই এখান থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে আমরা জাকসুর এই নির্বাচনী রোডম্যাপ দিয়েছি। ছাত্রদলের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে সব অংশীজনদের সঙ্গে কথা বলে জানানো হবে।’

সৈকত ইসলাম/এসআর/জেআইএম

Advertisement