ফিচার

‘ভাই মোবাইলটা সরান’

‘একটু সাইড দিন। সামনে গিয়ে ফায়ার সার্ভিসের পাইপটা একটু ধরি। ভাই মোবাইলটা সরান। ছবি তুলে কি হবে। পারলে সাহায্য করেন।’

Advertisement

উৎসুক জনতাকে সরিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করতে এভাবেই এগিয়ে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহমেদ সফি।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে বনানীতে আগুন দেখতে উৎসুক জনতার ভিড় বাড়ছে। কামাল আতাতুর্ক এভিনিউতে যান চলাচল বন্ধ করা হলেও মানুষজন পায়ে হেটেই ঘটনাস্থলে আসছেন।

এদিকে উৎসুক জনতাকে ঠেকাতে হিমসিম খাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Advertisement

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের শিখা কিছুটা কমে এসেছে। বেড়েই চলছে ধোঁয়ার পরিমাণ। দমকল বাহিনীর সদস্যরা ভবনের ভেতরে অক্সিজেন দেয়ার চেষ্টা করছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

এএ

Advertisement