জাতীয়

মহাখালীর পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর মহাখালীর পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement

সোমবার মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক তত্ত্বাবধান করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা অফিসের সহকারী মো. আব্দুল জব্বার মন্ডল।

অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে বেস্ট ফার্মা ও মনির মেডিসিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

একই এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে অরিয়েন্টাল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও ঘরের খাবার হোটেলকে ৩০ হাজার টাকা জমিমানা করা হয়।

এছাড়া কেকের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার হোসেন বেকারিকে ১০ হাজার টাকাসহ পাঁচ প্রতিষ্ঠানকে সর্বমোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসআই/বিএ

Advertisement