আইন-আদালত

ব্যারিস্টার মইনুলকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা না দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

একইসঙ্গে, তাকে বিদেশ যেতে বাধা দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

ব্যারিস্টার মইনুল হোসেনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বিপুল বাগমার। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জায়েদী হাসান খান।

Advertisement

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে গত ২ মার্চ ব্যারিস্টার মইনুল হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে বিদেশ যেতে বাধা দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এফএইচ/জেএইচ/জেআইএম