চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ নির্বাচনের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
Advertisement
সোমবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই সময়সূচির পুনর্নির্ধারণ করা হয়।
পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ এবং ভোট হবে ১৮ মার্চ।
চিঠিতে বলা হয়, ‘উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ইতোপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের প্রয়োজন নেই। সেই সঙ্গে আগে দাখিলকারীরা নতুনভাবে মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন।’
Advertisement
পিডি/এমবিআর/জেআইএম