বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শৈশব নিয়ে চিত্রায়িত বই ‘হাসুর পৃথিবী’ পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়। বইটি প্রকাশ করেছে ‘চর্চা’।
Advertisement
শিশু-কিশোরদের উপযোগী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশব নিয়ে গল্প ও চিত্রায়নে যৌথভাবে কাজ করেছেন অনিন্দ্য রহমান ও আনিকা নাওয়ার।
আনিকা নাওয়ার বলেন, এটি আমাদের সিরিজের প্রথম বই। সিরিজের কাহিনীটি শুরু হয় টুঙ্গিপাড়া থেকে। পঞ্চাশের দশকের মাঝামাঝি ঢাকায় এসে শেষ হয়। যখন ঊনসত্তরের গণঅভ্যূত্থান ঘনিয়ে আসছিল।
বইটির সম্পর্কে গল্প তুলে ধরে তিনি বলেন, হাসু যেভাবে ক্যারেক্টারাইজ, তার ভাইও ঠিক সে রকম। খুব সহজ, খুব সরল কিন্তু খুব রঙিন। যার মধ্যে শৈশবের সেই চাঞ্চল্য আছে, অজানাকে জানার একটা তৃষ্ণা আছে। যে দুইজনে মিলে সব কিছু খুঁজে বের করবে যে এটা কী? ওটা কী? সে সবসময় বাবার জন্য তৃষ্ণার্ত থাকতো যে বাবা কেন কাছে থাকে না, বাবা কেন তাদের সময় দিতে পারে না। খুব বেশি কিছু সে চাচ্ছে না, সে শুধু চাচ্ছে বাবার মায়াটা। যতটুকু সময় সে পাচ্ছে বাবার কাছ থেকে ততটুকুই যেন ভালোভাবে কাজে লাগনো যায়। সে এবং তার ভাই।
Advertisement
আনিকা বলেন, একজন সফল মানুষের শৈশবকে নিয়ে যখন আমরা আঁকি, সেটা আসলে অনেকভাবে আকাঁ যায়। কিন্তু আমরা চেয়েছি শিশুদের মতো করে আকঁতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্মৃতিকথায় এক জায়গায় লিখেছেন, উনি যখন প্রথম স্কুলে যান বাঁশের সাকো পাড় করাটাই অনেক বড় ব্যাপার ছিল। আজকে তিনি প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে পদ্মা সেতু হচ্ছে।’
এইউএ/বিএ