এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণকালে সিলেটের মোগলাবাজার থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৯। রোববার বিকেল সাড়ে ৫টায় র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
Advertisement
সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়, সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৯।
রোববার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঝন্টু আচার্য্য (১৮) মোগলাবাজারের গোপালগ্রাম গ্রামের সন্তোষ আচার্য্যের ছেলে। এ সময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র বিতরণের মাধ্যম হিসেবে ব্যবহৃত স্মার্টফোন, সিমকার্ড ও মেমোরি কার্ড জব্দ করা হয়।
র্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, উদ্ধারকৃত আলামত, স্ক্রিন শর্ট ও গ্রেফতারকৃত ব্যক্তিকে সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
Advertisement
ছামির মাহমুদ/এএম/জেআইএম