দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত ৫৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার জাতীয় সংসদের অধিবেশনে এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
Advertisement
মোজাম্মের হক বলেন, ২০০৪ সালে স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত ৫৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, যার মধ্যে বিভাগীয় তদন্ত করে ১২ জনকে সাজা প্রদান করা হয়েছে। ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান এবং ৪৩ জনকে সতর্ক বা অব্যাহতি প্রদান করা হয়েছে।
এইচএস/আরএস/জেআইএম
Advertisement