দেশজুড়ে

বেকার সমস্যা নিরসনে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ুন বলেছেন, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যম্যে শিল্পকে আরও সমৃদ্ধিশালী করে গড়ে তোলা হবে। বেকার সমস্যা নিরসনে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সেই লক্ষ্যে দেশি-বিদেশি বড় বড় শিল্প উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহ দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গ্রামকে শহর হিসেবে গড়ে তুলতে নরসিংদীতে ইপিজেডসহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।

Advertisement

শুক্রবার বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামানের ২য় মৃত্যুবার্ষিকী উপলেক্ষ দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের ত্যাগের কারণেই আজ আওয়ামী লীগ শক্তিশালী ভীতের ওপর দাঁড়িয়েছে। আন্দোলন সংগ্রামে তাদের অবদান ভুলার নয়। সে সময় দলের ক্রান্তিলগ্নে প্রয়াত নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, মুসলেহ উদ্দিন ভূইয়রা নরসিংদী আওয়ামী লীগকে সন্তানের মতো করে লালন করেছেন। আন্দোলন সংগ্রামে রাজপথ কম্পিত করেছেন। তৃণমূলকে শক্তিশালী করতে সব সময় কাজ করে গেছেন। তাই তাদের অবদান ভুলার নয়।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি মো. নজরুল ইসলাম হিরুর (বীর প্রতীক) সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ আসনের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু,কেন্দ্রীয় তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক প্রমুখ

Advertisement

সঞ্জিত সাহা/আরএআর/এমকেএইচ