মানবিক কারণে হকারদের পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানিয়েছে হকার্স শ্রমিক আন্দোলন নামে একটি সংগঠন।
Advertisement
রাজধানীর পুরানা পল্টনে রোববার হকার্স শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে স্টিয়ারিং কমিটির সভায় এ দাবি জানানো হয়।
হকার্স শ্রমিক আন্দোলনের নেতারা বলেন, হকারদের পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা চরম অমানবিক। হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন প্রয়োজন। কেননা একটি হকারের সঙ্গে একটি পরিবার জড়িত। তাই মানবিক কারণেই তাদের পুনর্বাসন করা দরকার।
তারা বলেন, কোনো হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারি করতে চায় না। পরিবার পরিজনের ভরণপোষণের জন্যই নিরূপায় হয়ে ফুটপাতে হকারি করে থাকে। তাই হকারদের জন্য কিছু করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান বক্তারা।
Advertisement
সংগঠনের সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মুহা. আব্দুল মান্নান, আলমগীর হোসেন তালুকদার, কামাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম শিমুল, নুরুজ্জামান, জামাল খান, জয়নাল আবেদীন মানিক, আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল ফরাজী প্রমুখ।
এএস/এনডিএস/পিআর