সাভার ট্যানারি শিল্পের জন্য অত্যাধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনাসহ সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার) নির্মাণ কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
Advertisement
মঙ্গলবার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল শিল্পমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় ভারপ্রাপ্ত শিল্প সচিব মো. আবদুল হালিম উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে চামড়া পণ্য উৎপাদন করে বিদেশি ক্রেতা আকর্ষণ করতে হবে। চামড়া শিল্পের দ্রুত বিকাশে চট্টগ্রাম ও রাজশাহীতে দু’টি চামড়া শিল্পনগরী নির্মাণের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, পরিবেশসম্মত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার অত্যন্ত তৎপর। শিল্প মালিকদের বিষয়ে আন্তরিক হতে হবে।
Advertisement
এসআই/জেএইচ/এমএস