বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের একটু আনন্দ দিতে বেলজিয়ামে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। বেলজিয়াম-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবের (বিবিএফসি) উদ্যোগে আগামী ২৯ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত কার্কস্টার্ট ১২১, ২০৬০ অ্যান্তারপেন, বেলজিয়াম এই ঠিকানায় এ উৎসবের আয়োজন করা হয়েছে।
Advertisement
সংগঠনের সভাপতি রত্ন খান (তমা) এবং সাধারণ সম্পাদক নীলা নুসরাত বলেন, ‘আপনারা জানেন পৃথিবী সেরা অতিথি পরায়ণ জাতি বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ পিঠা-পুলি উৎসব। বাঙালিরা বিভিন্ন রঙ ও স্বাদের হরেক রকম পিঠা-পুলি, পায়েশ ও ফিরনী বানিয়ে অতিথি, পাড়া প্রতিবেশীকে আপ্যায়ন করায়।
তারা বলেন, সেই গৌরব ও অহংকারের সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবারের ন্যায় এবারও বিবিএফসি এই আয়োজন করতে যাচ্ছে।
উৎসবে বেলজিয়ামে বসবাসরত সব বাংলাদেশির অংশগ্রহণ কামনা করেন তারা।
Advertisement
এমএমজেড/এমএস