দেশজুড়ে

নির্বাচনের সময় রোহিঙ্গাদের নজরদারিতে রাখা হবে : ইসি মাহবুব

নির্বাচনের সময় রোহিঙ্গাদের নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তিনি বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন রোহিঙ্গাদের ব্যবহারের যে আশঙ্কার কথা বলা হচ্ছে সেজন্য তাদের কঠোর নজরদারিতে রাখা হবে। এ ব্যাপারে ইতিমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের হিল ডাউন সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, নির্বাচনে কেউ পক্ষপাতিত্ব করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না। নির্বাচনে কারও পক্ষে কর্মকর্তাদের কাজ না করার নির্দেশনাও দেন তিনি।

তবে নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার তা কৌশলে এড়িয়ে যান।

Advertisement

মতবিনিময় সভায় কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খাঁন, ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান চৌধুরীসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর