পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের উদ্যোগে রাঙ্গামাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা।
Advertisement
রোববার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি রিজিয়নের সহযোগিতায় জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি বিদ্যালয় অংশ নেয়। এতে লেকার্স পাবলিক স্কুল চ্যাম্পিয়ন ও রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাঙ্গামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার রিয়াদ মেহমুদ, ডিজিএফআইয়ের অধিনায়ক কর্নেল শামসুল আলম, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার রেদোয়ানুল ইসলাম, দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী ও ডিবেট ফেডারেশনের মুখ্য সংগঠক হেফাজত সবুজ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- পুঁথিগত বিদ্যা ছাড়াও সহ-মননশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মানসিক বিকাশ ঘটাতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে মানসিক বিকাশ সম্ভব না। এর জন্য অন্যান্য বিষয়াবলী সম্পর্কে জানতে হবে, জ্ঞান লাভ করতে হবে। আর যুক্তির মাধ্যমে পরিশুদ্ধ হয়ে নিজেদের জীবন ও সমাজকে বিকশিত করতে হবে।
Advertisement
এএম/জেআইএম