রাজনীতি

আমরা বিচার প্রভাবিত করিনি : ওবায়দুল কাদের

২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমানের ফাঁসির দাবি জানিয়েছে আওয়ামী লীগ। বুধবার (১০ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ দাবি জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Advertisement

তিনি বলেন, ‘২১ আগস্ট মামলার রায় হয়েছে। আমরা ন্যায়বিচার চেয়েছি, জাস্টিস চেয়েছি। আমরা বিচারকে প্রভাবিত করিনি। আদালত বিলম্ব হলেও রায়টি দিয়েছেন।’

‘আমরা মনে করি এটা একটা ভালো রায়, এ রায়ে আদালতকে ধন্যবাদ জানাই, অন্তত একটা বিচার তো হয়েছে। কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারিনি।’

‘২১ আগস্টের মাস্টার মাইন্ড, প্ল্যানার, বিকল্প পাওয়ার হাউজ তারেক রহমান সর্বোচ্চ শাস্তি পেতে পারতেন। তিনি যা করেছেন তার প্রাপ্য শাস্তিটুকু পেতে পারতেন। আমরা তারেক রহমানের ফাঁসি দাবি করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফাঁসির দাবি করছি। যে বর্বর তাণ্ডব করেছে ওই দিন, মুফতি হান্নানের জবানবন্দিতে তা এসেছে, বাস্তবেও তো তাই।’

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী না থাকায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রধান জানতেন, আর তিনি জানতেন না, এটা হয় না। তাই তিনিও এ ঘটনার দায় এড়াতে পারেন না।’

এ মামলায় আপিল করা হবে কি-না জানতে চাইলে কাদের বলেন, ‘আমরা সরকারের কাছে আপিলের আবেদন জানাবো।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, এনামুল হক শামীম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং প্রমুখ উপস্থিত ছিলেন।

এইউএ/এএইচ/এমএস

Advertisement