কয়েক মাস আগে বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চালু করা হয় নয়া ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে পরিষেবা নিয়ে যাত্রীদের একগুচ্ছ অভিযোগ তো ছিলই, তার সঙ্গে এবার যুক্ত হল নতুন বিড়ম্বনা। এই বিমানবন্দরের লাউঞ্জে ঢুকে পড়ল একদল রাস্তার কুকুর। এই ঘটনার জের ধরে বিমানবন্দরের ম্যানেজার আসগর ফাহিমকে বরখাস্ত করা হয়েছে।
Advertisement
বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ (সিএএ) এই ঘটনাটিকে নিরাপত্তার গাফিলতি হিসেবেই দেখছে। সিএএর ডিরেক্টর জেনারেল এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ফাহিম অবশ্য তার বিরুদ্ধে আনা ব্যবস্থা এবং তদন্তকে স্বাগত জানিয়েছেন।
পাকিস্তানের এই নয়া বিমানবন্দরে বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। বিমানবন্দরের নিরাপত্তরক্ষীরা ছাড়াও রেঞ্জার্স ও পুলিশকর্মীরা নিরাপত্তার দায়িত্বে আছেন। এছাড়া কোনওরকম অস্বাভাবিক গতিবিধি দেখলেই সাইরেনের ব্যবস্থা আছে। তা সত্ত্বেও কীভাবে লাউঞ্জে রাস্তার কুকুর ঢুকে পড়ল, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
New #Islamabad airport manager suspended after dogs found wandering in the lounge of Airport, DG #CAA ordered inquiry of the matter.According to experts, the entry of stray dogs inside the airport was not a management-related issue, it was rather a breach of security. #ISBAlerts pic.twitter.com/JYbVx1owvI
Advertisement
টিটিএন/জেআইএম