দেশজুড়ে

নওগাঁ মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী

সদ্য অনুমোদনকৃত নওগাঁ মেডিকেল কলেজে অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। আর এ মেডিকেল কলেজের প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অর্থোপেডিকস সার্জারি, সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল বারী।

Advertisement

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা যায়।

বর্তমানে ডা. মো. আব্দুল বারী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কর্মরত আছেন। তিনি নওগাঁর সন্তান।

নওগাঁর ১১টি উপজেলার জনসংখ্যা প্রায় ৩০ লাখ। একটি মেডিকেল কলেজ ছিল জেলাবাসীর দীর্ঘদিনের দাবি। অবশেষে দীর্ঘদিনের এ প্রত্যাশা পূরণ হতে চলেছে। এতে সকল স্তরের মানুষ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নতুন মেডিকেল কলেজ হওয়ায় চিকিৎসাসেবার মান আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন সচেতনরা।

Advertisement

উল্লেখ্য, গত ২৬ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে নওগাঁসহ চারটি মেডিকেল কলেজের নাম ঘোষণা করেন। আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নতুন অনুমোদিত চার মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান গত জুলাই মাসে জেলা প্রশাসক সম্মেলনে নওগাঁয় একটি মেডিকেল কলেজ ও পাহাড়পুরে একটি বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানিয়েছিলেন।

আব্বাস আলী/এফএ/জেআইএম

Advertisement