বাংলাদেশের কাছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটা হেরেছে তার দল ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্রিস গেইল দলকে এগিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন। ৬৬ বলে ৭৩ রানের এক ঝড়ো ইনিংস বেরিয়ে আসে তার উইলো থেকে, যে ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকান বাঁ-হাতি এই ওপেনার।
Advertisement
দল হারলেও এই ছক্কাগুলোর সুবাদে নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মেরে পাকিস্তানের সুপারস্টার শহীদ আফ্রিদিকে ছুঁয়ে ফেলেছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে এখন গেইলের ছক্কা ৪৭৬টি। সমান সংখ্যক ছক্কা আফ্রিদিরও। এই রেকর্ড গড়তে গেইলের অবশ্য ম্যাচ লেগেছে আফ্রিদির চেয়ে কম। পাকিস্তানি অলরাউন্ডারের যেখানে লেগেছে ৫২৪ ম্যাচ, গেইলের লেগেছে ৪৪৩টি।
তিন ফরমেটের মধ্যে ওয়ানডেতে আফ্রিদির ছক্কা ৩৫১টি, টি-টোয়েন্টিতে ৭৩ এবং টেস্টে ৫২টি। অপরদিকে ওয়ানডেতে গেইল হাঁকিয়েছেন ২৭৫টি ছক্কা, টি-টোয়েন্টিতে ১০৩টি আর টেস্টে ৯৮টি।
Advertisement
এমএমআর/এমএস