খেলাধুলা

দানিলোর ইনজুরিতে ব্রাজিল একাদশে ফ্যাগনার

নিতম্বের চোটে পড়ে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান রাইট-ব্যাক দানিলো। তাই তার পরিবর্তে আজ কোস্টারিকার বিপক্ষে শুরু থেকেই মাঠে দেখা যাবে কোরিন্থিয়াসের ফ্যাগনারকে। ইতিমধ্যেই দানিলোর ম্যাচ মিস করার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তবে ইনজুরি এতটা গুরুতরও নয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন দানিলো।

Advertisement

এক বার্তায় সিবিএফ জানিয়েছে, ‘ট্রেনিং করার সময় ডান নিতম্বের পেশীর চোটে পড়েছেন ম্যানচেস্টার সিটির রাইট ব্যাক দানিলো। ব্রাজিলিয়ান দলের চিকিৎসক রদ্রিগো লেসমারের অধীনে ইতিমধ্যেই দানিলো তার চোট নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আর তার সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা বিভাগের অধীনে এই প্রক্রিয়া চলতে থাকবে।’

দানিলোর চোট দলে সুযোগ করে দিয়েছে ২৯ বছর বয়সী ফ্যাগনারকে। ২০১৭ সালে অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামার সুযোগ হয়েছে এই রাইট-ব্যাকের।

ব্রাজিলের রাইট-ব্যাক পজিশনে দানিলোর চোটই প্রথম ধাক্কা নয়। বিশ্বকাপের পূর্বেই ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন প্যারিস সেন্ট জার্মেইয়ের অভিজ্ঞ রাইট-ব্যাক দানি আলভেজ।

Advertisement

এসএস/এমএমআর/পিআর