মনে আছে ২০১০ সাউথ আফ্রিকা বিশ্বকাপের কথা? সেবারের বিশ্বকাপের বিশেষ আকর্ষণ ছিল আফ্রিকানদের তৈরি বিশেষ বাদ্যযন্ত্র, ভুভুজেলা। প্রত্যেকটা ম্যাচেই ভুভুজেলার ছন্দে নেচেছিল ফুটবল, মোহিত হয়েছিল লাখো ফুটবলপ্রেমী। গগণ বিদারী শব্দে মুখরিত হয়েছিল পুরো আফ্রিকা বিশ্বকাপ।
Advertisement
তবে ভুভুজেলার উন্মাদনা ব্রাজিল বিশ্বকাপে না থাকলেও, এবারের রাশিয়া বিশ্বকাপে থাকছে রাশানদের তৈরি আরেক বাদ্যযন্ত্র ‘লোখা’। ঐতিহ্যগত লোকযন্ত্রের সাহায্যে বানানো হয় এই লোখা। পাশাপাশি বিপরীত পাশে দুটো কাঠের চামচ রাখা হয় যা নাড়া দিলে চমৎকার শব্দ তরঙ্গের সৃষ্টি করে।
যদিও ভুভুজেলার মতো এতটা শব্দ তৈরি করতে সক্ষম না, লোখা নামক এই বাদ্যযন্ত্র। ইতোমধ্যেই রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও বিক্রির সম্মতি দিয়েছে বিশেষ এই বাদ্যযন্ত্রের। রুস্তম নুমানমানভের উদ্ভাবন করা এই ‘লোখা’ পাওয়া যাচ্ছে রাশিয়ার সর্বত্র।
এসএস/আইএইচএস/পিআর
Advertisement