হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এবার মেটা আরও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে সব সময় নজর রাখছে প্ল্যাটফর্মটি।
Advertisement
ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অনেক ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। তবে কিছু টিপস মেনে চলতে পারলে সহজে আর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না। কীভাবে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের নজর থেকে সুরক্ষিত রাখবেন।
দেখে নিন কীভাবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন- টু স্টেপ ভেরিফিকেশননিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে সুরক্ষিত করে রাখুন। এর ফলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের উপর সুরক্ষার একটা অতিরিক্ত আস্তরণ পড়বে। তাই টু স্টেপ ভেরিফিকেশন অপশন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন করে রাখুন। এর ফলে কেউ আপনার ফোন নম্বর পেলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবে না। কারণ ভেরিফিকেশন কোড যাবে আপনারই ইমেলে। তবে আপনার রেজিস্ট্রেশন কোড কিংবা টু স্টেপ ভেরিফিকেশন পিন কারও সঙ্গে শেয়ার করা চলবে না।
নিয়মিত অ্যাপ আপডেট করুনহোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনেই থাকে যাবতীয় উন্নত ও আধুনিক সিকিউরিটি ফিচার। তাই নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যত আপডেটেড রাখবেন, তত বেশি সুরক্ষিত থাকবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। অ্যান্ড্রয়েড কিংবা আইওএস, যে ধরনের ফোনই ব্যবহার করুন না কেন, গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল স্টোরে গিয়ে লেটেস্ট ভার্সনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপডেট করে রাখুন।
Advertisement
হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে কোনও লিঙ্ক এলে সেখানে ক্লিক করবেন না। অফারের প্রলোভন হোক বা অন্য কোনও সুযোগ সুবিধার হাতছানি, কোনোভাবেই প্রতারণার ফাঁদে পা দেবেন না। কারণ হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করলে আর্থিক ভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও অন্যান্য ভাবে প্রতারিত হতে পারেন আপনি। যাবতীয় ব্যক্তিগত তথ্য ভুল হাতে পড়ে যেতে পারে। তাই সাবধানে থাকা জরুরি।
আরও পড়ুন হোয়াটসঅ্যাপে এখন আর কোনো মেসেজ চোখ এড়িয়ে যাবে না নতুন বছরে একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জিকেএস
Advertisement