রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হিসেবে ভাবা হচ্ছে ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুসকে। ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড রোনালদো নাজারিওর ছায়াও অনেকেই দেখে ফেলেছেন হেসুসের মধ্যে। তাই অনেকের বাজিই এবার হেসুসের ওপর। তিনিই জিততে পারেন গোল্ডেন বুট। তবে গোল্ডেন বুট নিয়ে কোন ভাবনাই নেই ম্যানচেস্টার সিটির এ ২১ বছর বয়সী ফরোয়ার্ডের মাথায়।
Advertisement
হেসুস বলেন, ‘সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্যে অনেক খেলোয়াড় রয়েছে। আমি বলতে পারবো না কাদের কথা আমি ভাবছি। আমি এ নিয়ে চিন্তা করছি না। কিন্তু অবশ্যই আমি আমার দলকে যে কোনভাবে সাহায্য করাতে মনযোগী। সেটা হতে পারে গোল, অ্যাসিস্ট কিংবা ট্যাকেল।’
‘আমাদের মনযোগ দলের জন্য খেলার ওপর এবং আমি বিশ্বাস করি যে, যদি দল হিসেবে আমরা ভালো খেলতে পারি তাহলে ব্যক্তিগত অর্জনও আমাদের কাছে ধরা দেবে।’
এছাড়া মাঠে সবসময় নির্ভার থেকেই খেলার চেষ্টা করেন এ ২১ বছর বয়সী ফরোয়ার্ড। একটি সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন হেসুস। হেসুস বলেন, ‘এমনকি তিতে আমাদের সামনে বিভিন্ন অপশন (নেইমার, উইলিয়ান, কৌতিনহো) দেয়ার আগেও আমি সবসময়ই নির্ভার ছিলাম। আমি বল এবং বল ছাড়াও খুবই সক্রিয়।’
Advertisement
অন্যদিকে দলে জায়গা পাওয়া নিয়ে তার মূল প্রতিদ্বিন্দ্বীতা হবে লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর সঙ্গে। তবে প্রতিদ্বন্দ্বীতাটাকে দলের জন্য ভালো হিসেবেই দেখছেন হেসুস। তিনি বলেন, ‘আমাকে ইতোমধ্যেই এটি নিয়ে জিজ্ঞেস করা হয়েছে এবং আমি এটা যতটুকু সম্ভব পরিষ্কার করে বলতে চাই যে, এটা আমাদের দলের জন্য ভালো। একটি দলে দুইজন একাদশের যোগ্য স্ট্রাইকার থাকা সেই দলকেই উপকৃত করবে।’
‘এটি ভালো একটি প্রতিযোগীতা। তাই আমি খুব খুশি যে, ফিরমিনো আমাদের সাহায্য করছে এবং একটি দুর্দান্ত মৌসুমও কাটিয়েছে সে; যেমনটি আমিও কাটিয়েছি। এটি খুবই গুরুত্বপূর্ণ। আর আমি তাকে সবসময়ই সমর্থন করবো; যদি সে আমার জায়গায় খেলেও; যেমনটি সে-ও আমাকে করবে।’
ডিকেটি/আরআর/এমএস
Advertisement