খেলাধুলা

বর্তমান সংকট নিয়ে চিন্তিত নন স্পেনের নতুন কোচ

 

বিশ্বকাপের মাত্র একদিন আগে কোচকে বরখাস্ত করে পুরো বিশ্ববাসীকে চমকে দিয়েছে স্পেন। আসন্ন বিশ্বকাপে ফেভারিট স্পেনের নিজেদের জন্যেও এটি বিশাল ধাক্কা। বিদায়ী কোচ হুলেন লোপেতেগুইয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ফার্নান্দো হিয়েরোকে।

Advertisement

এতো অল্প সময়ে নতুন কোচ এসে কিভাবে দলকে গুছিয়ে তুলবেন তা নিয়ে সবার মনেই প্রশ্ন। তবে এ নিয়ে মোটেই চিন্তিত নন হিয়েরো। সাবেক স্পেন ও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার বলেন, ‘আমরা বিশ্বকাপের জন্য লড়াই করতে এসেছি। আমাদের দারুণ একটি সুযোগ রয়েছে এবং তাতেই আমাদের মনযোগী হওয়া উচিত। খেলোয়াড়েরা রোমাঞ্চিত। তারা এ চ্যালেঞ্জটি চায়। এটা সবার জন্যই একটি চ্যালেঞ্জ। আমাদের পিছনে ফিরে তাকাবার সময় নেই।’

স্পেনের খেলোয়াড়দের আত্মনিবেদন নিয়ে কোন সন্দেহ নেই হিয়েরোর। তিনি বলেন, ‘আমি জানি তারা নিজেদের শতভাগই দিতে যাচ্ছে। একটি বিশ্বকাপে কেউ কিছু ছেড়ে দেয় না। আমরা জানি এটা কি বোঝায় এবং আমাদের দায়িত্ব সম্পর্কেও জানি।’

এছাড়া লোপেতেগুইকে বরখাস্ত করার আগে স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুইবাইয়েস প্রথম ফার্নান্দো হিয়েরোর কথাই ভেবেছিলেন। হিয়েরোকে এ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘যখন প্রেসিডেন্ট আমাকে সম্ভাবনার কথা বললেন তখন আমার হাতে তিনটি উত্তর ছিলো। না বলা, আরেকটি তাদের সাথে যাওয়া এবং আরেকটি থেকে যাওয়া। আমি না বলতে পারিনি কারণ তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না।’

Advertisement

ডিকেটি/এসএএস/আরআইপি