প্রত্যেক মৌসুমের দলবদলের বাজারে রোনালদোর দল ছাড়ার গুঞ্জনে সয়লাব হয়ে যায় পুরো স্পোর্টস জগত। চ্যাম্পিয়নস লিগ জেতার পর সম্প্রতি রোনালদো ক্লাব ছাড়ার ইঙ্গিত নিয়েও চলছে ধোঁয়াশা। আরেকবারের তুলনায় এবারের গুঞ্জনটা বেশ জোরালো। ধারণা করা হচ্ছে রিয়ালের ম্যানেজমেন্টের প্রতি তার অসন্তোষই তিনি ক্লাব ছাড়তে পারেন। তবে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি এবং রোনালদোর এক সময়ের সতীর্থ ইকার ক্যাসিয়াস মনে করেন রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে কোথাও যাবেন না।
Advertisement
এএসকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক বলেন, ‘এটা নতুন কিছু নয়। সবসময়ই তার দল ছাড়া নিয়ে কথা হয়। এমনকি এতোদিন নানা কথার পরও রোনালদো থেকেছে। আলফ্রেডো ডি স্টেফানো যেমন মাদ্রিদের প্রতীক ছিলো এখন ক্রিস্টিয়ানোও ওই পর্যায়ে রয়েছে।’
রিয়াল মাদ্রিদের প্রায় সবরকম রেকর্ডই নিজের করে নিয়েছেন রোনালদো। গোলের পর গোল করে রিয়ালকে জেতাচ্ছেন শিরোপাও। রিয়াল মাদ্রিদের সমার্থক হয়ে উঠেছেন সিআরসেভেন। ক্যাসিয়াসের কন্ঠেও একই সুর। ‘আমি তাকে জানি। সে খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। আমি তাঁর জায়গায় কাউকে আনবো না। এমনকি নেইমারও নয়। আমার জন্য ক্রিস্টিয়ানোই রিয়াল মাদ্রিদ।’
ডিকেটি/আরআর/এমএস
Advertisement