ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হেসে খেলেই জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু ম্যাচ জয়ের আনন্দ খানিক ম্লান হয়েছে ম্যাচ শেষে রেফারির কাছ থেকে পাওয়া জরিমানার কারণে। ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচফির নির্দিষ্ট অংশ কেটে রেখেছে আইসিসি।
Advertisement
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র সোয়া ৩ দিনে ৯ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু ম্যাচের ২য় ইনিংসে নির্ধারিত সময়ের চেয়ে ৩ ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। যার ফলে দলের অধিনায়ক সরফরাজ খানকে ম্যাচ ফি’র ৬০ শতাংশ এবং অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৩০ শতাংশ করে কেটে রেখেছে আইসিসি।
ম্যাচ রেফারি জেফ ক্রো আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন। পাকিস্তান অধিনায়ক সরফরাজ নিজের অপরাধ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তবে আগামী ১২ মাসের মধ্যে একই অপরাধ করলে নিষেধাজ্ঞার মুখোমুখি হবে সরফরাজ।
আগামী পহেলা জুন হেডিংলিতে সিরিজের ২য় এবং শেষ টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান এবং ইংল্যান্ড।
Advertisement
এসএএস/জেআইএম