অর্থনীতি

এসকে ট্রিমসের আইপিও আবেদন শুরু আজ

আজ সোমবার (১৪ মে) থেকে এসকে ট্রিমসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন শুরু হবে। বিনিয়োগকারীরা আগামী ২২ মে পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন করতে পারবেন।

Advertisement

কোম্পানিটি ১০ টাকা অবিহিত মূল্যে পুঁজিবাজারে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। এ অর্থ দিয়ে এসকে ট্রিমস যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিও খাতে ব্যয় করবে।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়েছে। এই কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও বিএমএসএল ইনভেস্টমেন্টস।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া এসকে ট্রিমসের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৯ পয়সা। আর শেষ ৩টি আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ভারিত গড় হারে হয়েছে ১ টাকা ৩১ পয়সা।

Advertisement

এমএএস/এসআর/জেআইএম