ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রোমে মানববন্ধন করেছে সম্মিলিত ভৈরব পল্লী সমিতি ইতালি। রোমের মুন্তানিওয়ালা বাংলাদেশি অধ্যুষিত এলাকায় সোমবার এ মানববন্ধন আয়োজিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
Advertisement
সম্মিলিত ভৈরব পল্লী সমিতির সভাপতি রাসেল রানা ও সাধারণ সম্পাদক নাদিম মিয়া সবুরের পরিচালনায় বক্তব্য দেন- ইতালিস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাক, উপদেষ্টা মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, আবুল হোসেন কেনু মিয়া, আনোয়ার হোসেন, রাহাদ মিয়া প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রীর কাছে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শেষ ইচ্ছা পূরণে ভৈরবকে জেলা ঘোষণার দাবি জানান বক্তারা। এছাড়া বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এমআরএম/পিআর
Advertisement