কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়ন এলাকাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে ওই ইউনিয়নের ছনছাড়া মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর ইউপি চেয়ারম্যান মো. শফিক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আজিম উদ্দিন বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, ভৈরব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু তাহের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম প্রমুখ।অনুষ্ঠানে জেলা প্রশাসক ওই ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করেন। এর আগে গত ২৭ সেপ্টেম্বর উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নকেও উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্য বিবাহমুক্ত ঘোষণা করেন।জানা গেছে, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ভৈরব উপজেলাকে বাল্য বিবাহমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি কয়েকটি বাল্য বিবাহ বন্ধ করে ভৈরবে প্রশংসার দাবি রেখেছেন। তার কাজের বাস্তবায়নের লক্ষে অগ্রগতি স্বরূপ এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। ফারুক/এমএএস/আরআইপি
Advertisement