খেলাধুলা

বড় জয়ে আত্মবিশ্বাস বেড়েছে কিশোরী ফুটবলারদের

বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় অপরিচিত ছিল মালয়েশিয়া। অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন করে তার দল, তা নিয়ের কিঞ্চিত ভাবনা ছিল নারী ফুটবলের কোচ গোলাম রব্বানী ছোটনের; কিন্তু শুক্রবার মালয়েশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে দিয়ে তহুরা-শামসুন্নাহাররা বাড়িয়ে নিয়েছে তাদের আত্মবিশ্বাস। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে হংকং যাওয়া মেয়েদের চোখে আরো বড় হচ্ছে ট্রফিটা।

Advertisement

এ ম্যাচে ৩ খেলোয়াড়ের অভিষেক হয়েছে। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সোহাগী কিসকু, মুন্নী আক্তার ও রুমি আক্তার দুর্দান্ত ফুটবল খেলেছেন। তাদের প্রশংসা করে প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘প্রথম ম্যাচেই ওরা দারুণ খেলেছে। পুরো দলই শতভাগ উজাড় করে খেলেছে মালয়েশিয়ার বিরুদ্ধে। আমরা ম্যাচ বাই ম্যাচ জেতার পরিকল্পনা নিয়ে এসেছি। প্রথম ম্যাচ জিতেছি। এখন পরের ম্যাচ নিয়ে ভাবছি।’

দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা হংকং থেকে জাগো নিউজকে বলেন, ‘ওরা ১০ গোল দিয়েছে। বুঝতেই তো পারছেন কেমন খেলেছে। আমরা দল নিয়ে যতটা প্রত্যাশার করেছিলাম, প্রথম ম্যাচে তার চেয়ে ভালো খেলেছে। তবে পরের দুই ম্যাচের প্রতিপক্ষ ইরান ও হংকং শক্তিশালী। তবে আমাদের বিশ্বাস তাদের হারাতে পারবো।’

ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলা সোহাগী কিসকু খুব খুশি, ‘আমি অনেক খুশি। আমরা অনেক বড় ব্যবধানে জিতেছি। আমরা পরের ম্যাচ নিয়ে ভাবছি। প্রতিটি ম্যাচই আমাদের সতর্কভাবে খেলতে হবে। আমরা বাকি দুই ম্যাচ জেতার জন্য নিজেদের সেরাটা দেবো।’

Advertisement

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ইরানের বিপক্ষে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায়। ইরান শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছে স্বাগতিক হংকংয়ের কাছে।

আরআই/আইএইচএস/পিআর