জাতীয়

চাঁদপুরে যে ৪৭ উপহার নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চাঁদপুরবাসীর জন্য ৪৭টি উন্নয়ন প্রকল্প নিয়ে জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রোববার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

এর আগে চাঁদপুরের হাইমচর চাঁদপুর সার্কিট হাউস চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটস-এর ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে চাঁদপুর স্টেডিয়ামে জনসভাস্থল থেকে এসব প্রকল্পের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করবেন-

চাঁদপুর জেলা পরিষদের কর্মকর্তা/কর্মচারীদের (৬ তলা ভিত বিশিষ্ট-৪ তলা পর্যন্ত) স্টাফ কোয়ার্টার; চাঁদপুর পৌরসভায় পুরান বাজার ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার; চাঁদপুর পৌরসভায় নতুন বাজার ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার ও উচ্চ জলাধার; চাঁদপুর জেলার পুরান বাজার ইব্রাহীমপুর সাখুয়া এলাকায় মেঘনা নদীর ভাঙন থেকে চাঁদপুর সেচ প্রকল্প সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত); মেঘনা নদীর ভাঙন থেকে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (হাইমচর) এবং বাঞ্ছারামপুর উপজেলার বাম তীর সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত); চাঁদপুর সরকারি কলেজের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাস; চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন; মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন; মতলব উত্তর উপজেলার কালীপুর উচ্চ বিদ্যালয়ের ও কলেজের ৪ তলা একাডেমিক ভবন; কচুয়া উপজেলার কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন; ফরিদগঞ্জ উপজেলার লাউতলী ডা. রশিদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা একাডেমিক ভবন।

Advertisement

এছাড়া ফরিদগঞ্জ উপজেলার শোল্লা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন; মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন; ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন; চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ৬০ (ষাট) জন ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বাসস্থান; হাইমচর উপজেলাধীন চাঁদপুর পুরান বাজার (ডেলের বাজার)-হাইমচর-চরভৈরবী সড়ক উন্নয়ন; চাঁদপুর সদর উপজেলাধীন রাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ; চাঁদপুর সদর উপজেলাধীন হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ; চাঁদপুর সদর উপজেলাধীন আমীনুল হক পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ; কদমতলা পৌর সুপার মার্কেট; স্বৈরাচার বিরোধী ৯০-এর গণ আন্দোলনে শহীদ ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান রাজু স্মরণে ‘রাজু চত্বর’; ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, চাঁদপুর ও ‘মতলব ধনাগোদা নদীর ওপর সেতু (মতলব সেতু)’ (মোট ২৩টি)

যেসব ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন-

মতলব দক্ষিণ উপজেলায় গালিম খাঁ চাঁদপুর-কুমিল্লা সংযোগ স্থানে সীমানা গেইট নির্মাণ; কচুয়া উপজেলায় জগৎপুর অংশে চাঁদপুর-কুমিল্লা সংযোগ স্থানে সীমানা গেইট নির্মাণ; ফরিদগঞ্জ উপজেলায় চরমান্দারী চাঁদপুর-লক্ষ্মীপুর সংযোগ স্থানে সীমানা গেইট নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; মতলব উত্তর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; কচুয়া উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; হাইমচর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; হাজীগঞ্জ উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; কচুয়া পৌরসভায় ভূ-গর্ভস্থ পানি শোধনাগার নির্মাণ; মেঘনা নদীর ভাঙন থেকে চাঁদপুর জেলার হরিণা ফেরিঘাট এবং চরভৈরবী এলাকার কাটাখাল বাজার রক্ষা প্রকল্প।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলার বাশারা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ; ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহ জালাল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলাধীন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলাধীন মতলব পৌর ভূমি অফিস নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলাধীন নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; চাঁদপুর সদর উপজেলাধীন বালিয়া ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; শাহরাস্তী উপজেলাধীন রাগৈ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; কচুয়া উপজেলাধীন কচুয়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; কচুয়া উপজেলাধীন কাদলা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; হাইমচর উপজেলাধীন ঈশানবালা জিসি-শরীয়তপুর-চাঁদপুর আরঅ্যান্ডএইচ সড়ক উন্নয়ন; মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ; চাঁদপুর পরিবার পরিকল্পনা অফিস নির্মাণ ও চাঁদপুর পৌর অফিস ভবন নির্মাণ (মোট ২৪ টি) এর ভিত্তিপ্রস্তর।

Advertisement

এইউএ/এমআরএম/জেআইএম