ঢাকা-কাঠমান্ডু রুটে ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর স্টাফ রিপোর্টার আহমেদ ফয়সাল ছিলেন। ফ্লাইটের যাত্রীদের তালিকা থেকেই এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন বৈশাখী টিভির সিএনই সাইফুল ইসলাম।
Advertisement
তিনি জানান, সোমবার থেকে পাঁচদিনের ছুটি নিয়েছিলেন আহমেদ ফয়সাল। পারিবারিক কারণ দেখিয়ে তিনি ছুটি নেন। নেপাল সফরের বিষয়ে আহমেদ ফয়সাল অফিসকে কোনো কিছু অবহিত করেননি। পরে ফ্লাইটের যাত্রী তালিকায় নাম দেখে পাসপোর্ট নম্বর মিলিয়ে তারা বুঝতে পারেন ফয়সাল সেই ফ্লাইটে ছিলেন। আহতদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে আহমেদ ফয়সালের নাম নেই।
ফয়সাল আহমেদ বৈশাখী টিভিতে প্রধানমন্ত্রীর বিটের খবর কভার করেন। ফয়সালের গ্রামের বাড়ি শরীয়তপুর। বাবা-মা দুজনেই গ্রামের বাড়িতে থাকেন। ফয়সালের একজন কাছের আত্মীয়ের বরাতে জানা গেছে, তিনি ওই ফ্লাইটেই ছিলেন।
এফএইচএস/জেএইচ/এমএস
Advertisement