দেশজুড়ে

কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ১১ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে। এরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মোনায়েম এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কলমের স্ত্রী আজিরন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ঢাকা থেকে কুষ্টিয়া ফিরে এসবি সুপার ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো গ-১১-৮৯৯৮) ঝিনাইদহ যাওয়ার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর ১১ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজন যাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজন বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে ঘাতক বাসটির চালক এবং হেলপার পলাতক রয়েছেন।

Advertisement

আল-মামুন সাগর/আরএআর/জেআইএম