জাতীয়

এমপিপুত্র রনির বিরুদ্ধে চার্জশিট দাখিল

রাজধানীতে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় এমপিপুত্র রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। জোড়া খুনের এ ঘটনায় তিন প্রত্যক্ষদর্শীসহ ৩৫ জনকে সাক্ষী করা হচ্ছে। এছাড়া আলামত হিসেবে দাখিল করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রনির পিস্তল এবং গুলি। মঙ্গলবার দুপুরে পুলিশ এ চার্জশিট দাখিল করে। এর আগে চাঞ্চল্যকর এ মামলাটির কোনো ক্লু ছিলো না উল্লেখ করে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ জানান, তিন মাসেরও কম সময়ে এ মামলার তদন্ত শেষ করা হয়েছে। এছাড়া ইতোমধ্যেই এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রধান আসামি রনির তিন বন্ধু কামাল মাহামুদ, মো. কামাল ওরফে টাইগার কামাল ও জাহাঙ্গীর আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই রাতে ঘটনার সময় প্রত্যক্ষদর্শী রনির গাড়িচালক ইমরান ফকিরও জবানবন্দি দিয়েছেন। গোয়েন্দা কর্মকর্তা বলেন, ঘটনার পর রনির কাছ থেকে জব্দ করা অস্ত্রের গুলি এবং নিহতদের একজনের শরীর থেকে উদ্ধার হওয়া গুলি মিলে যাওয়ায় সিআইডি ব্যালাস্টিক রিপোর্টে ওই অস্ত্রে খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে এ ঘটনাটি প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত তাদের হাতে রয়েছে।এএইচ/এমএস

Advertisement