অবৈধ টাকা লুকিয়ে রাখার অভিনব নানা উপায় অতীতে দেখা গেছে। তবে এবার এমন এক উপায়ে কোটি কোটি টাকা লুকিয়ে রাখার খবর এলো; যা শুনলে অনেকেরই পিলে চমকে যাবে। ভারতের উত্তর প্রদেশের কানপুরে থরে থরে সাজানো ১০০ কোটি রূপির বিছানার খোঁজ পেয়েছে রাজ্য পুলিশ।
Advertisement
গোপন সংবাদের ভিত্তিতে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এএনআই, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তাদের নিয়ে পুলিশ সদস্যরা কানপুরের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান শুরু করে। অভিযান শেষে তারা ওই বাড়িতে টাকার বান্ডিলে বানানো বিছানার খোঁজ পায়। পরে সেখান থেকে ৯৭ কোটি টাকা উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, প্রায় ১০০ কোটি রূপির বেশি বাতিল নোট বিছানার মতো সাজানো ছিল ওই ঘরে। দিনকয়েক আগে অশোক ক্ষেত্রি নামে এক ব্যক্তির বাড়িতে প্রচুর বাতিল নোট মজুত রয়েছে বলে খবর পায় আইন-শৃঙ্খলাবাহিনী। সেই খবরের ভিত্তিতে বুধবার তল্লাশি চালায় পুলিশ। ওই ঘরে ঢুকে চোখ ছানাবড়া হয়ে যায় পুলিশ কর্মকর্তাদের। মাটির ওপর পলিথিন পেতে থরে থরে সাজানো নোটে বিছানা তৈরি করা ছিল।
মোট চার থরে সাজানো নোটের সবই বাতিল ৫০০ ও ১০০০ রূপির। ২০১৬ সালের নভেম্বরে এ দুই নোট বাতিল ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অশোক ক্ষেত্রি মুদ্রা বদলের কারবার করতেন।
Advertisement
সূত্র : জিনিউজ।
এসআইএস/এমএস