বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। মোনাজাত শেষে টঙ্গী ও আশেপাশের রাস্তাগুলোতে ভিড় ও যানজটের সৃষ্টি হয়েছে।
Advertisement
এদিকে আখেরি মোনাজাত শেষে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে তিলধারণের ঠাঁই নেই। আগে থেকে সেখানে দাঁড়িয়ে থাকা ট্রেনটিও কানায় কানায় পূর্ণ। ট্রেনে উঠেছে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী।
রোববার বেলা ১০টা ৪০ মিনিটে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ১৫ মিনিটে। ৩৫ মিনিটের এ মোনাজাতের ১৪ মিনিট আরবিতে ২১ মিনিট বাংলায় পরিচালিত হয়।
মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। এবারই প্রথম বাংলায় মোনাজাত হয়েছে। এর আগে সকাল সোয়া ৮টা থেকে বাংলা ভাষায় হেদায়েতি বয়ান শুরু হয়। এবার কাকারাইলের মুরুব্বি মাওলানা আবদুল মতিন বাংলায় এ হেদায়েতি বয়ান করেন।
Advertisement
সকালে ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে টঙ্গীতে তুরাগ নদের পারে ছুটে চলেন মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে রাস্তায় যানচলাচল বন্ধ থাকায় সবাই পায়ে হেঁটেই পৌঁছানোর চেষ্টা করেন।
আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের ইজতেমার প্রথম পর্ব। চার দিন বিরতির পর আবার ১৯ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
উল্লেখ্য, এর আগে তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ এই কাজ ‘হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত; বাংলাদেশের আলেমরা দুটি একত্রে কখনো করেননি বলে জানা যায়।
এমএইচএম/বিএ/পিআর
Advertisement