দেশজুড়ে

যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষের মামলায় আসামি ‌অজ্ঞাত

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

Advertisement

বুধবার দিবাগত মধ্যরাতে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তানজিল আহমেদ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। তবে মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জনান, মামলার এজহারে অজ্ঞাতরা জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গতকাল বুধবার বিকেল পৌনে ৫টায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগের জনসভাস্থলে চেয়ারে বসা নিয়ে জেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা রাফি ও জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্'র সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় জনসভা মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ-সভাপতি নায়ার কবির, সহ-সভাপতি তাজ মেহাম্মদ ইয়াছিনসহ অাওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

Advertisement

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি