জাতীয়

রাজধানীতে ১০০ অবৈধ দোকান উচ্ছেদ

রাজধানীতে গাবতলী বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

Advertisement

মঙ্গলবার গাবতলী বাস টার্মিনাল এলাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসিসি সূত্র জানায়, অভিযানকালে প্রায় ১০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে প্রায় ২০ হাজার বর্গফুট জায়গা। তাছাড়া নির্ধারিত জায়গার অতিরিক্ত জায়গা ব্যবহার করার অপরাধে সিটি কর্পোরেশন অ্যাক্ট অনুসারে আটটি দোকানের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

এএস/জেডএ/এমএস

Advertisement