অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসকিন

ব্র্যাক ব্যাংক লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন দেশের তরুণ উদীয়মান ক্রিকেটার তাসকিন আহমেদ। গত ৬ জুলাই এ বিষয়ে ব্র্যাক ব্যাংক এবং তাসকিন আহমেদের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।ব্র্যাক ব্যাংক-এর হেড অব কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জারা জাবীন মাহবুব এবং তাসকিন আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।সৈয়দ মাহবুবুর রহমান বলেন, তাসকিন আহমেদ তারুণ্য, প্রতিভা ও সম্ভাবনার প্রতীক। এই স্পিড আইকনের সাথে পার্টনার্শিপ করতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি এই পার্টনার্শিপ তাসকিনের ক্রিকেট সম্ভাবনার বাস্তবে রূপ নিতে সহায়ক হবে। বাংলাদেশি ব্যাংক হিসেবে দেশের মানুষের সম্ভাবনা পূরণে কাজ করে ব্র্যাক ব্যাংক।ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি ব্যাংক। বর্তমানে ১৬৬টি শাখা, ৩৫০ টির বেশি এটিএম বুথ, ৪৫৮টি এসএমই ইউনিট অফিস এবং ৬,৭০০ জনেরও বেশি জনবল নিয়ে এই ব্যাংকের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে।২০১৩ সালে ‘দ্য এশিয়ান ব্যাংকার’ থেকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ ‘বেস্ট ম্যানেজড ব্যাংক ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড’ লাভ করে ব্র্যাক ব্যাংক। ২০১০ সালে ব্র্যাক ব্যাংক ফিন্যান্সিয়াল টাইম্স ও আইএফসি কর্তৃক এশিয়ার বিকাশমান বাজারগুলোর মধ্যে সবচেয়ে টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি পায়।এমএম/আরএস/আরআই

Advertisement