ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন মুক্তামণির শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে বর্তমানে বার্ন ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।
Advertisement
বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের জাতীয় সমন্বয়ক ডা. সামন্তলাল সেন শনিবার রাত ১১টায় এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তামণি নিউমোনিয়ায় আক্রান্ত। তার লাং (ফুসফুস) এর একপাশ আগে থেকেই অকার্যকর ছিল। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অন্য লাং ও প্রায় অকার্যকর হয়ে পড়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
গত দুদিন যাবত সে আইসিইউতে চিকিৎসাধীন। আজ তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবে নিউমোনিয়ার সঙ্গে হাতের টিউমার কিংবা অস্ত্রোপচারের কোন সম্পর্ক নেই বলে তিনি জানান।
প্রসঙ্গত বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির ডান হাতের রক্তনালীর টিউমার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়।
Advertisement
এমইউ/এমআরএম/ওআর