দেশজুড়ে

সিলেটে ঝোপের ভেতর মিললো ব্যবসায়ীর মরদেহ

সিলেটে ছাগল কিনতে বেরিয়ে যাওয়া সমর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে সদর উপজেলার পীরেরগাঁও গ্রামের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়।

Advertisement

সমর আলী একই ইউনিয়নের লালখা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ছাগল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সমর আলী বাড়ি থেকে ছাগল কেনার কথা বলে ৩৫ হাজার টাকা নিয়ে বের হন। তবে বাড়িতে কোনো এলাকায় যাচ্ছেন সেটি বলে যাননি। সে সময় তিনি সঙ্গে মুঠোফোনও নিয়ে যাননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে বুধবার দুপুর ১টার দিকে সমর আলীর মরদেহ একই ইউনিয়নের ফতেহপুর পীরেরগাঁও গ্রামের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, পীরেরগাঁও গ্রামের মসজিদে ওইদিন সন্ধ্যায় তিনি নামাজ পড়েছিলেন। সে সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার দেখাও হয়েছিল। সে সময় তিনি ছাগল কেনার কথাও বলেছিলেন। পরদিন বুধবার বেলা একটার দিকে স্থানীয়রা ঝোপের মধ্যে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার দে বলেন, বৃদ্ধের গায়ে ছুরিকাঘাতের একটি চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে ডেকে নিয়ে খুন করেছে। পরে মরদেহ গুম করার জন্য লতাপাতা দিয়ে ঢেকে রেখে পালিয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহমেদ জামিল/আরএইচ/জিকেএস