আইন-আদালত

জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করতে নোটিশ

জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি সব কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য বলা হয়েছে।

Advertisement

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সংশ্লিষ্টদের ডাক ও ই-মেইলযোগে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। বিষয়টি আইনজীবী নিজেই জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে লিগ্যাল নোটিশে বিবাদী করা হয়েছে।

নোটিশে আগামী ৩০ দিনের মধ্যে ১৯৮৭ সালের ‘বাংলা ভাষা প্রচলন আইন এর ৩ (১) ধারা অনুযায়ী দেশের সব সরকারি অফিস-আদালত, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিদেশিদের সঙ্গে যোগাযোগ ছাড়া অন্য সব ক্ষেত্রে শুদ্ধ বাংলা ভাষা প্রচারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement

এরমধ্যে অফিস-আদালতের নথি ও চিঠিপত্র ছাড়াও আইন-আদালতের প্রশ্নোত্তর ও তর্ক-বিতর্ক, রায়, আদেশ ও অন্যান্য কার্যাবলির নথিপত্র এবং দেশের ভেতরে সব স্থানে সাইনবোর্ড, নামফলক, বিজ্ঞাপনী বোর্ড ও টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপন বাংলায় করার পাশাপাশি নাটক, সিনেমা ও গণমাধ্যমে শুদ্ধ বাংলা প্রচারের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

এছাড়া লিগ্যাল নোটিশে সরকারের পক্ষ থেকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ও নিরাপত্তা পরিষদের ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করার সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায়, এ বিষয়ে উচ্চ আদালতে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এফএইচ/এমএএইচ/জিকেএস

Advertisement