বিগত সপ্তাহজুড়েই (১৫-১৯ অক্টোবর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৪১ শতাংশ। কমেছে অপর দুটি মূল্যসূচকও। আর লেনদেন কমেছে প্রায় ৩৮ শতাংশ।
Advertisement
এ নিয়ে পরপর দুই সপ্তাহ ডিএসইতে সবকয়টি মূল্যসূচকের পতন হলো। গত সপ্তাহে ডিএসইএক্স কমেছে ২৪ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ১৩৭ দশমিক ৯০ পয়েন্ট বা ২ দশমিক ২২ শতাংশ।
অপর দুটি সূচকের মধ্যে গত সপ্তাহে ডিএসই-৩০ সূচক কমেছে ৯ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৩ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ।
একই সময়ে ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ৪ দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমেছিল ১৬ দশমিক ২৪ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ।
Advertisement
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৫৮টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
এ সময়ে মূল্যসূচকের সঙ্গে কমেছে মোট ও দৈনিক গড় লেনদেনের পরিমাণও। সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৬০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৯২৪ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩৫০ কোটি ৯০ লাখ টাকা বা ৩৭ দশমিক ৯৬ শতাংশ।
অপরদিকে শেষ সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট ২ হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ৬২২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। সে হিসাবে মোট লেনদেন কমেছে ১ হাজার ৭৫৪ কোটি ৫৩ লাখ টাকা।
গত সপ্তাহে মোট লেনদেনের ৮৭ দশমিক ৪৯ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এ ছাড়া বাকি ৩ দশমিক ৮৪ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৬ দশমিক ৯৪ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১ দশমিক ৭৩ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার।
Advertisement
গত সপ্তাহে মূল্যসূচক ও লেনদেন কমলেও ডিএসইর বাজার মূলধনের পরিমাণ কিছুটা বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ৫৯৩ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ৭ হাজার ৫৭৬ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৭১ কোটি টাকা।
গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোসের শেয়ার। প্রতিষ্ঠানটির মোট ১২৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৪ দশমিক ৪৫ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১০৭ কোটি ২ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৭৩ শতাংশ। ৯৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
লেনদেনে এরপর রয়েছে- আমরা নেটওয়ার্কস, লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা এবং আইডিএলসি ফাইন্যান্স।
এমএএস/এমএমজেড/আরএস/এমএস