আদালত অবমাননার অভিযোগে সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তানের বিরোধীদলীয় নেতা ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
Advertisement
নির্বাচন কমিশনের একজন মুখপাত্র হারুন সিনওয়ারি বলছেন, ইমরান খানকে গ্রেফতারের জন্য বৃহস্পতিবার বিচারকদের প্যানেল নির্দেশ জারি করেছে।
তিনি আরও জানান, ২৬ অক্টোবর শুনানির দিন ইমরান খানকে উপস্থিত রাখার জন্য পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন বিচারকরা। গ্রেফতারি পরোয়ানা জারি করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গত মাসেও একই ধরনের পরোয়ানা জারি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু ইসলামাবাদের হাইকোর্ট সেই নির্দেশ বাতিল করে দেয়। ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান জানান, নির্ধারিত দিনের আগেই আবারও হাইকোর্টে আপিল করবেন তিনি।
Advertisement
চলতি বছরের শুরুর দিকে ইমরান খান অভিযোগ করেছিলেন, সরকারের পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন। তার পর থেকেই ইমরান খানকে তলব করে আসছে দেশটির নির্বাচন কমিশন।
সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া
কেএ/আইআই
Advertisement