দেশজুড়ে

যেভা‌বে এসেছিল সেভা‌বেই চ‌লে গেল বি‌দিপ্তা

হাই‌ড্রো‌সেফালা‌সে অাক্রান্ত ঠাকুরগাঁও‌য়ের ১৫ মাস বয়সী শিশু বি‌দিপ্তা অা‌রোগ্য‌যোগ্য নয়, ডাক্তার‌দের কা‌ছে একথা জানার পর ‌মে‌য়ে‌কে নি‌য়ে বা‌ড়ি চ‌লে গে‌লেন তার বাবা মা।

Advertisement

১৫ দিন রাজধানীর নিউ‌রোসা‌য়ে‌ন্সেস হাসপাতা‌লে চি‌কিৎসাধীন থাকার পর রোববার রাত পৌ‌নে ১০টার গা‌ড়ি‌তে ক‌রে তারা ঠাকুরগাঁও‌য়ের উদ্দে‌শ্যে রওনা হ‌য়ে‌ছেন।

এর অা‌গে দুপু‌রে তারা হাসপাতাল থে‌কে ছাড়পত্র ‌নি‌য়ে বিদায় নেন।

‌বি‌দিপ্তা গত ১৫ দিন ধ‌রে নিউ‌রোসা‌য়ে‌ন্সেস হ‌াসপাতা‌লের ৮ তলার ৮৩২ নম্বর রু‌মের ১৬ নম্বর বে‌ডে ডাক্তার একরাম মোল্লার অধী‌নে চি‌কিৎসাধীন ছিল।

Advertisement

এত‌দিন অ‌র্থের অভা‌বে মে‌য়ের চি‌কিৎসা কর‌তে না পারছি‌লেন না বি‌দিপ্তার বাবা লাই‌ব্রে‌রি কর্মচারী খোকন মন্ডল। যখন ঠাকুরগাঁও জেলা প্রশাসনসহ অ‌নে‌কেই বি‌দিপ্তার চি‌কিৎসার ব্যাপা‌রে এগি‌য়ে এলেন তখন চি‌কিৎসক জানা‌লেন এ রোগ অা‌রোগ্য‌যোগ্য নয়।

গত ৩১ জুলাই বি‌দিপ্তা‌কে নি‌য়ে জা‌গো নিউ‌জে সংবাদ প্রকা‌শের পর ঠাকুরগাঁও‌য়ের জেলা প্রশাসক অাব্দুল অাওয়াল তা‌কে সহ‌যো‌গিতার হাত বাড়ান।

‌তি‌নি নগদ ৫০ হাজার টাকা বি‌দিপ্তার বাবা‌কে সহ‌যো‌গিতা ক‌রেন এবং ঢাকায় নিউ‌রোসা‌য়ে‌ন্সেস হাসপাতা‌লে ভ‌র্তির ক্ষে‌ত্রে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।১৫ দিন হাসপাতা‌লে ভ‌র্তি থাকার পর অব‌শে‌ষে চ‌লে যে‌তে হ‌লো বি‌দিপ্তা‌কে।

‌নিউ‌রোসা‌য়ে‌ন্সেস হাসপাতা‌লের ডাক্তাররা জা‌নি‌য়ে‌ছেন, বি‌দিপ্তার মাথার অাকৃ‌তি অ‌নেক বড় হ‌য়ে গে‌ছে। অপা‌রেশন কর‌লে বরং ঝুঁ‌কি পার‌বে। ৬ মাস অা‌গেও তা‌কে অানা হ‌লে খুব সহ‌জেই অপা‌রেশন করা যেত।

Advertisement

তারা অারও ব‌লেন, বি‌দিপ্তার মাথার ৪টি নার্ভের ম‌ধ্যে মাত্র ১টি সচল র‌য়ে‌ছে। তাছাড়া তার মগজ পা‌নি‌তে প‌রিণত হ‌য়ে‌ছে। এ কার‌ণে তার অপা‌রেশন অসম্ভব হ‌য়ে প‌ড়ে‌ছে।

এমএএস/এআরএস